রাশিয়ান হাউসের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষামূলক প্রচারাভিযান ‘জিওগ্রাফিকাল ডিকটেশন’। গতকাল রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয় এই আয়োজন।
জিওগ্রাফিকাল ডিকটেশনে অনেক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ তার স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেন, উদ্যোগটি ২০১৫ সাল থেকে বাস্তবায়িত হয়েছে। এর লক্ষ্য হলো আঞ্চলিক জনপ্রিয়তা অর্জন করা। সামগ্রিকভাবে রাশিয়া সম্পর্কে জ্ঞান, সেই সাথে এর ভূগোল, বাস্তুবিদ্যা এবং সংস্কৃতিতে আগ্রহ বাড়ানো।
ম্যাক্সিম দোব্রোখোতভ আরও উল্লেখ করেন, এই প্রোগ্রামটি রাশিয়ান জিওগ্রাফিকাল সোসাইটির প্রচেষ্টায় অনেক দেশে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
/এমএন
Leave a reply