সরকারের বিপক্ষে গিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে কাজ করেন এডওয়ার্ড কেনেডি: পিটার হাস

|

মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে কাজ করেনি। কিন্তু সরকারের বিপক্ষে গিয়েও এডওয়ার্ড এম কেনেডি বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনীতির ৫০ বছর উপলক্ষ্যে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় সাবেক মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পুত্র এডওয়ার্ড টেডি এম কেনেডি বক্তৃতা রাখেন। ১৯৭২ সালের বাংলাদেশ সফরকে এডওয়ার্ড এম কেনেডির রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মৃতিবিজড়িত ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা গণহত্যার কথা স্মরণ করেন এডওয়ার্ড টেডি এম কেনেডি। জানান, ভারতে তার পিতা কেনেডির বাংলাদেশিদের শরনার্থী শিবিরে সফরের কথাও। তুলে ধরেন ওই সময়ের মার্কিনী প্রশাসনের পাকিস্তানকে সমর্থন এবং বাংলাদেশের পক্ষে পিতার অবদানের কথা।

এর আগে এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এডওয়ার্ড টেডি এম কেনেডি। এ সময় অপরাজেয় বাংলার সামনে তাকে স্বাগত জানান উপাচার্য মো. আখতারুজ্জামান। এরপরই কেনেডি জুনিয়রের পরিবারের সদস্যরা রিক্সায় করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৭১ সালে গণহত্যার বিভিন্ন স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply