অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্ত সবাইকেই শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সচিব। বলেন, যারা অনিয়মের সাথে জড়িত থাকবে তাদের সকলকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি বলেন, এক নভেম্বর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য, ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ ঢাকায় শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৬ জন যুবসংগঠক, সব মিলে মোট ২১ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার ২০২২ দেয়া হবে।
ইউএইচ/
Leave a reply