রুশ হামলায় সংকটে কিয়েভ, তীব্র পানির কষ্টে ভুগছেন ৮০ শতাংশ অধিবাসী

|

রাশিয়ার জোরালো হামলায় তীব্র পানির কষ্টে ভুগছেন ইউক্রেনীয় রাজধানী কিয়েভের ৮০ শতাংশ অধিবাসী। আর বিদ্যুৎ নেই দুই লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনায়। খবর এপির।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস মিহাল জানান, গতকাল সোমবার (৩১ অক্টোবর) ১০টি অঞ্চলে একযোগে হামলা চালায় রুশ সেনাবহর। যাতে ক্ষতিগ্রস্ত হয় ১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা। বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মিসাইল হামলার আশঙ্কায় আগেভাগেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় অধিবাসীদের। সরকারি কর্মকর্তাদের পাঠানো হয় জরুরি পদক্ষেপ গ্রহণের বার্তা।

ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, পাল্টাপাল্টি সংঘাতে ৪৫টি মিসাইল ভূপাতিত করা হয়েছে। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোয় কাজ শুরু করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ধীরে হলেও সংযোগ ফেরানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়। তাছাড়া, সংকট মেটাতে বিকল্প উপায়ে পানি দেয়া হচ্ছে অধিবাসীদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply