সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

|

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহন ধর্মঘট। এতে জেলায় কোনো পণ্যবাহী পরিবহন চলাচল করছে না। ফলে ভোগান্তি বাড়ছে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো সিলেটে শুরু হয়েছে এ ধর্মঘট। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলবে ধর্মঘট। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন পরিষদের নেতারা।

এদিকে, ধর্মঘটের কারণে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে দাঁড় করিয়ে রাখা ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী যানবাহনের চালকরা। বিপাকে পড়েছেন সিলেটের ব্যবসায়ীরাও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply