ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত জুমের ফসল, রাঙামাটিতে খাদ্যশস্য সংকটের শঙ্কা চাষীদের

|

পাহাড়ে শুরু হয়েছে জুমের ফসল ঘরে তোলার মৌসুম। তবে রাঙামাটির প্রায় ৭ হাজার জুমিয়া পরিবারের মুখে হাসি নেই। বৃষ্টিপাতের অভাবে এ বছর ফলন কম, তার উপর ক্ষেতে ইঁদুরের আক্রমণে অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে এবার খাদ্যশস্য সংকটের আশঙ্কা করছেন রাঙামাটির চাষীরা।

এ বছর রাঙামাটিতে জুমের আবাদ হয়েছে ৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে। ১২ জাতের ধানের পাশাপাশি চাষ হয়েছে নানান জাতের অর্থকরী ফসল। কিন্তু কম বৃষ্টিপাত ও ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্থ চাষীরা। এ নিয়ে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুল লাল চাকমা বলেন, আমাদের জন্য অত্যন্ত খারাপ সময় যাচ্ছে। চাষীরা এখন কীভাবে বাঁচবে, আগামীতে কীভাবে চাষাবাদ করবে সেই শঙ্কায় আছে তারা।

ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস জানিয়েছেন রাঙামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক তপন কুমার পাল। তিনি বলেন, বড়থলি আর বিলাইছড়িতে ইঁদুরের আক্রমণে যে ক্ষতি হয়েছে, সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত চাষীদের সহায়তা করা হয়েছে। আর সাজেকে যে ক্ষতি হয়েছে সেটি নিয়েও কাজ চলছে। এরই মধ্যে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি।

তবে উৎপাদন বাড়াতে পাহাড়ে জুম চাষ পদ্ধতির আধুনিকায়ন ও ব্যাংক ঋণ সুবিধা চান চাষীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply