দুদকের মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

|

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা রহমান। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

তারেক রহমান ও জোবায়দা রহমানের গ্রেফতারি পরোয়ানার ইস্যুতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, দুদক আশা করছে, মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যাবে। সাজা কী হবে, তা আদালত সিদ্ধান্ত দেবেন। দুদক দালিলিক প্রমাণ দিতে কাজ করেছে। দুদক সন্তুষ্ট কারণ, অনেক দিন পরে মামলাটি সচল হয়েছে। আইনের দৃষ্টিতে তারা পলাতক। দুদক নাম, পরিচয় দেখে না; দেখে অপরাধ। নির্বাচনের সঙ্গে মামলাটি চলা, না চলার কোনো সম্পর্ক নেই।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply