হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর একটি ধান ক্ষেত থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। মর্টার শেল দুটি নিষ্ক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফেলা হয়েছিল।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম জানান, মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামের এক কৃষক তার ধান ক্ষেতে পানি দেয়ার জন্য জামির আইল কাটছিলেন। এ সময় কোদালে শক্ত কিছু অনুভব করলে তা মাটি খুঁড়ে বের করার চেষ্টা করলে মর্টার শেল দুটি উঠে আসে। এরপর থানায় খবর দেয়া হয়।
পরে খবর পেয়ে থানা পুলিশের একটি দল মহেশপুর গ্রামে ইউসুফ আলীর বাড়ি থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেল দুটি নিষ্ক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ। এ মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন ফেলা হয়েছিলো বলে ধারণা পুলিশের।
এসজেড/
Leave a reply