যুক্তরাষ্ট্রের শিকাগোয় হ্যালোইন উদযাপনে বন্দুকধারীর হামলায় শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। শিকাগোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) রাতে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
শিকাগো প্রশাসন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে হ্যালোইন উপলক্ষে আয়োজিত এক জমায়েতে আকস্মিক এলোপাতাড়ি গুলির আওয়াজ পাওয়া যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সেখানকার সাধারণ মানুষ। আহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। গুলিবিদ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, হামলার একপর্যায়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় হামলাকারীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, দুজন বন্দুকধারী মিলিতভাবে চালায় হামলাটি। এ সময় একটি গাড়িও ব্যবহার করেন তারা। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।
/এসএইচ
Leave a reply