১০০ বছর বয়সে নির্বাচনে লড়ছেন নেপালের টিকা দত্ত

|

ছবি: সংগৃহীত

নেপালের নাগরিক টিকা দত্ত পোখারেল ১০০ বছর বয়সে করছেন নির্বাচন। এই বয়সে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে শোরগোল ফেলে দিয়েছেন টিকা দত্ত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী প্রার্থী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে লড়ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টিকা দত্তের বাড়ি নেপালের চতুর্থ বৃহত্তম জেলা গোর্খায়। ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে গোর্খা-২ সাংবিধানিক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের নথিতে দেখা যায়, টিকা দত্ত যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ৯৯ বছর। সোমবার (৩১ অক্টোবর) ছিল তার জন্মদিন। এদিন টিকা দত্তের বয়স শতবর্ষ ছুঁয়ে যায়। তাই নেপালের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী ধরা হচ্ছে তাকে।

বয়স ১০০ হলেও টিকা দত্তের স্বাস্থ্য বেশ ভালো রয়েছে। দিব্যি হাঁটাচলা করতে ও ভোটারদের সাথে কথা বলতে পারেন। সুশীল সেরচান জানান, নির্বাচনী প্রচারেও বেশ সক্রিয় শত বছরের টিকা দত্ত। তাই প্রভাবশালী প্রার্থীর বিপরীতে তিনি জয় পাবেন বলে আশা করছে দল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply