ইকুয়েডরের ২ প্রদেশে জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি

|

মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরের দুইটি প্রদেশে জারি করা হলো জরুরি অবস্থা। দেশটিতে কারাবন্দিদের পালাতে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনীর ওপর বিস্ফোরণ ঘটালে ৫ পুলিশ সদস্যের প্রাণ যায়।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গুয়াকুইল শহরে প্রথম চালানো হয় হামলা। এ সময় স্থানীয় কারাগার থেকে কমপক্ষে ২০০ বন্দিকে সরানো হচ্ছিল অন্য শহরের জেলখানায়। পথেই গাড়িবহর লক্ষ্য করে ছোড়া হয় বোমা। বিস্ফোরণে ঘটনাস্থলেন মারা যান দুই পুলিশ সদস্য; আর গুরুতর আহত হন দুই জন।

এর কিছুক্ষণ পরই এজমেরালদা শহরে তিন দফা বিস্ফোরণ ঘটিয়ে ৭ পুলিশ সদস্যকে জিম্মি করা হয়। ছাড়ানো হয় সন্ত্রাসবাদের দায়ে আটক বন্দিদের। সেই সহিংসতায় প্রাণ হারান পুলিশের আরও ৩ সদস্য।

পলাতক কয়েদি এবং সন্দেহভাজনদের ধরতে সাঁড়াশি অভিযান চলাচ্ছে দেশটির প্রশাসন। সেটি ত্বরান্বিত করতেই জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন দেশটির প্রেসিডেন্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply