টুইটার ব্যবহার নিয়ে এলো ইলন মাস্কের নতুন সিদ্ধান্ত

|

টুইটার ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন সিদ্ধান্ত। ব্লু টিকওয়ালা অ্যাকাউন্ট বা ভ্যারিফায়েড ইউজারদের এখন থেকে প্রতি মাসে গুণতে হবে ৮ ডলার।

বুধবার (২ নভেম্বর) এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানান এ তথ্য। এদিন ভেরিফায়েড পেজগুলো নিয়ে পুরানো নিয়মের সমালোচনা করেন এ ধনকুবের। টুইটারের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সমালোচকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে ব্যবহারকারীদের আস্থা হারাবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। এর আগে প্রতি মাসে ২০ ডলার পর্যন্ত চার্জ নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল।

২০০৯ সাল থেকে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে ব্লু টিকের সিস্টেম চালু করে টুইটার। এখন পর্যন্ত এর জন্য কোনো অর্থ খরচ করতে হতো না ব্যবহারকারীদের। দায়িত্ব নেয়ার পর থেকে টুইটারকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আসলো এই পরিবর্তন।

ইলন মাস্কের একের পর এক সমালোচিত সিদ্ধান্তের জেরে এরইমধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন দেয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply