বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিলো ভারত

|

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলি আবারও ভারতের ইনিংসকে টেনে নিয়েছেন। সাথে কেএল রাহুলের অর্ধশতক ও সূর্যকুমার যাদবের ক্যামিওতে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের ইনিংসকে টেনে নিতে কোহলি খেলেছেন ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস।

দলে কেএল রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন ছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ এক অর্ধশতকে বিতর্ক থামিয়েছেন এই ওপেনার। তবে অ্যাডিলেডে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রথম অধ্যায়ের নায়ক নিঃসন্দেহে তাসকিন আহমেদ। এই পেসারের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসে বন্দি থাকতে বাধ্য হয়েছেন রাহুল-রোহিতরা। চার ওভারের টানা স্পেলে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। হাসান মাহমুদ যদি রোহিত শর্মার ক্যাচ মিস না করতেন তবে উইকেটশূন্য থাকতে হতো না তাসকিনকে।

তবে এই ডানহাতি পেসারের কোটা শেষ হওয়ার পরই শরীফুল-তাসকিনদের ওপর চড়াও হন রাহুল। সাথে ভিরাট কোহলিও অ্যাঙ্করিং চালিয়ে যান। তবে সাকিবের বলে স্কুপ করতে গিয়ে মোস্তাফিজের ক্যাচে পরিণত হয়ে থামে কেএল রাহুলের ৩২ বলে ৫০ রানের ইনিংস।

মাঝের ওভারগুলোয় ঝড় তুলবেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা; এমনটিই হয়তো আশা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সূর্য কিছুটা প্রত্যাশা মেটাতে পারলেন হার্দিক পান্ডিয়া ফিরে গেছেন দ্রুতই। সাকিব ও হাসান মাহমুদের জোড়া শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন এই দুই ব্যাটার।

কেএল রাহুলের পর ঝড় তুলেছিলেন সূর্যকুমার। আগের ব্যাটারের মতোই সূর্যকেও আউট করেছেন অধিনায়ক সাকিব। তবে এবার পরিষ্কারভাবে বোল্ড করেছেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৩০ রান করেছেন সূর্যকুমার। এছাড়া, ৭ রান করে রান আউট হয়ে ফিরে গেছেন দীনেশ কার্তিক।

হার্দিক পান্ডিয়া অবশ্য বিভ্রান্ত হয়েছেন হাসান মাহমুদের বাউন্সারে। শেষে অশ্বিন খেলেছেন ৬ বলে ১৩ রানের ক্যামিও। তবে একপ্রান্ত আগলে রেখে ৩৭ বলে অর্ধশতক তুলে নিয়েছেন ভিরাট কোহলি। ভারতীয় ইনিংসের মেরুদণ্ড হয়ে আরও একবার দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাট করেছেন এই ব্যাটিং মায়েস্ত্রো। ৮টি চার ও ১ ছয়ের সাহায্যে কোহলির এই ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে ভারত। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪৭ রান খরচায় ৩ এবং সাকিব আল হাসান ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply