বৃষ্টিতে আপাতত বন্ধ খেলা, ১৭ রানে এগিয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

লিটন দাসের ঝড় থামাতে পারছিলেন না ভারতীয় কোনো বোলার। সেটা থামালো বৃষ্টি! খেলা আপাতত বন্ধ রয়েছে। বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে।

মাত্র ২১ বলে ফিফটি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম ফিফটি। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ শুরু করে। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৬০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু ছিল দুই ভারতীয় ওপেনার রোহিত-রাহুলের। তাসকিনের বলে জীবন পাওয়া রোহিত ফেরেন দলীয় ১১ রানে। ফেরেন পেসার হাসান মাহমুদের শিকার হয়ে। অন্যপ্রান্তে ৩২ বলে ৫০ রানের ইনিংসের খেলে আউট হন লোকেশ রাহুল। এরপর ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন সুরিয়াকুমার যাদভ। থিতু হতে পারেননি হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল।

তবে কোহলির অপরাজিত ৬৪ রানের ইনিংসে ঠিকই ১৮৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। হাসান মাহমুদ ৩টি ও সাকিব নিয়েছেন ২ উইকেট। আর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তাসকিন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply