বিএনপির মিছিল থেকে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।।
বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হামলাকারীরা বলতে থাকে আওয়ামী দালাল মানিককে এখনই শেষ করবো। আমার ড্রাইভারকেও মারলো। এরপর আমার গানম্যান যখন ফিরে এলো গানম্যানকেও তারা মারলো। এ সময় আমার ড্রাইভার চালাকি করে আমার গাড়িটি লক করে দেয়। লক করার কারণে তারা আর গাড়ি খুলতে পারেনি। তবে গাড়িটি অনেক ক্ষতিগ্রস্ত করেছে। গাড়ির বেশ কিছু জিনিস ভেঙে দিয়েছে।
বিচারপতি মানিকের ড্রাইভার মামুন শিকদার বলেন, স্যারের অফিস মতিঝিল থেকে বিকেল ৪টার দিকে একুশে টেলিভিশনের উদ্দেশে আমরা রওনা দেয়। ওখানে স্যারের একটা রিপোর্টিং ছিল। আমরা যখন পল্টনে আসি তখন কয়েকজন লোক মানিককে ধর ধর বলে এগিয়ে আসে। পরে বিএনপির সমাবেশের ওখান থেকে আরও ২০/৩০ লোক এসে আমাকে, স্যারকে এবং গানম্যানকে কিল ঘুষি মারে।
ইউএইচ/
Leave a reply