অক্টোবরে প্রবাসী ও রফতানি আয় কমেছে

|

চট্টগ্রাম বন্দর এলাকার দৃশ্য।

দেশের অর্থনীতি চাঙা রাখার অন্যতম প্রধান খাত প্রবাসী আয়ের পর রফতানিও ভাটার টান লেগেছে। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই মাসে রফতানি আয় কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরেও নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। রফতানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

অক্টোবরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি ডলার, এর বিপরীতে আয় হয়েছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। অথচ গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ডলার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেও আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় কম হয়েছিল ৬ দশমিক ২ শতাংশ।

জুলাই-অক্টোবর সময়ে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক থেকে আয় হয়েছে ১৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। লক্ষ্য ছিল ১৪ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। এই চার মাসে পোশাক খাতে লক্ষ্যের চেয়ে রফতানি কমেছে শূন্য দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত প্রবাসী আয় অক্টোবরে কমে দাঁড়ায় ১৫২ কোটি ডলারে। আগের মাসে ছিল ১৫৩ কোটি ডলার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply