বিপর্যস্ত তামিলনাড়ুতে জারি হলো অরেঞ্জ অ্যালার্ট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

|

ছবি: সংগৃহীত

ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৯টি জেলায় বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, পুরো সপ্তাহ রাজ্যটিতে অব্যাহত থাকবে বজ্রপাতসহ ভারি বৃষ্টি। খবর জি নিউজের।

জানা গেছে, তামিলনাড়ু রাজ্যজুড়ে জারি করা হয়েছে দুর্যোগ সংশ্লিষ্ট অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া, পুদুচেরি ও কারাইকাল শহরে দুর্যোগের কারণে ঘোষণা করা হয়েছে ছুটি। সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাদের হোম অফিস বা ঘর থেকে দাফতরিক কাজ সামলানোর নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত দুইদিনে রাজ্যটিতে ২০৫ মি.মি. এর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই শহর। নীচু এলাকাগুলো ডুবে গেছে পানিতে। ভূমিধসে দু’জনের মৃত্যুর কথাও নিশ্চিত করেছে শহর প্রশাসন।

এরই মধ্যে, দুর্যোগ মোকাবেলায় জরুরি টিম গঠনের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply