আগের দিন এনজিওর চাপ, পরদিন ঋণগ্রস্ত নারীর মরদেহ উদ্ধার!

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে শহরের মাঠপাড়া এলাকায় এক কিন্ডার গার্ডেন থেকে আয়শা বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল ও কিন্ডার গার্ডেনের শ্রেণি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। তিনি মুন্সিগঞ্জ শহরের যোগিনী ঘাট এলাকার মৃত নূর হোসেনের স্ত্রী।

দীর্ঘদিন ধরে তিনি ওই স্কুলে পরিচ্ছন্ন কর্মীর কাজ করে আসছিলেন। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছে সে ঋণগ্রস্ত ছিল। ঋণের চাপে আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

স্কুল সংশ্লিষ্ট ও নিহতের ছেলে জানায়, নিহত আয়শা বেগম বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেয়। এই ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য একজনের কাছ থেকে টাকা সুদে নিয়ে আরেক জনকে দেয়। কিস্তির টাকা নিয়ে এর আগে বিষ খেয়েছিলেন তিনি। গতকালকে ৩-৪ এনজিওর লোক কিস্তির টাকা নেয়ার জন্য বাসায় গিয়ে তার সাথে কথা বলে যান। আজকে সকালে স্কুলের দরজার সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার এসআই ফাইজুর জানান, প্রধান শিক্ষিকার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply