রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

|

রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে এবং সিসিটিভির আওতায় থাকবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ সভা শুরু হয়। তাতে দেশের আরও বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙা এবং নাটোরের বনপাড়া পৌর নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, বাকি থাকা পৌরসভা, ইউনিয়নের নির্বাচনেও সিসিটিভি ব্যবহার করা হবে। নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করার সুফল পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশন। এ সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে হিসেবে এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। তাই নতুন ভোটের তারিখ ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply