ইউক্রেনে পরমাণু হামলা নিয়ে অক্টোবরেই বৈঠকে বসেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

|

ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে অক্টোবরে বিশেষ বৈঠক করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা এমন দাবি করেছেন শীর্ষ দুই মার্কিন কর্মকর্তা। তাদের দাবি, কোন পরিস্থিতিতে, কীভাবে এ অস্ত্র ব্যবহার করা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। খবর বিবিসির।

সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন ওই দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, গোপন এ বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন না। পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ফ্রন্টলাইনে রুশ সেনারা পিছিয়ে যাওয়ায় পরমাণু হামলা নিয়ে উদ্বেগ ও শঙ্কা বাড়ছে।

এদিকে, ক্রেমলিনের অভিযোগ, পরমাণু ইস্যুতে ক্রমাগত উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে পশ্চিমারা। কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনাই নেই মস্কোর। গত কয়েক মাস ধরেই ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে, এমন শঙ্কার কথা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। অবশ্য এ অভিযোগ বরাবরই নাকচ করেছে রাশিয়া।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply