বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের ম্যাচ আপাতত বন্ধ

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে প্রোটিয়ারা। আর খেলা না হলে প্রোটিয়ারা হারবে ১৬ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রিজওয়ানকে নিয়ে শুরুটা ভালো করতে পারেননি বাবর আজম। ৪ রানে রিজওয়ানকে ফেরান পারনেল। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন মোহাম্মদ নওয়াজ ও ইফতেখার আহমেদ। নওয়াজ ২৮ রানে ফিরলেও ইফতেখার পান অর্ধশতকের দেখা। পরে সাদাব খানের ২২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের লড়াকু স্কোর দাঁড় করায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। কুইন্টন ডি কককে ফেরান রানের খাতা খোলার আগেই। বেশিক্ষণ টিকতে পারেননি রাইলি রুশোও। ব্যক্তিগত ৭ রানে আফ্রিদির দ্বিতীয় শিকার হন তিনি। পরে বাভুমা আর মার্করাম ভালো জবাব দিতে থাকেন পাকিস্তানের বলারদের। তবে দলীয় ৬৫ রানে সাদাব খানের বলে ৩৬ রান করে ফেরেন বাভুমা। একই ওভারে এইডেন মার্করাম ফেরেন ১৪ বলে ২০ রান করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply