খেলা শুরু, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৪২

|

এক ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৪ ওভারে ১৪২ রান। ৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ৪ উইকেটে ৬৯ রান। এখন ৩০ বলে ৭৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রিজওয়ানকে নিয়ে শুরুটা ভালো করতে পারেননি বাবর আজম। ৪ রানে রিজওয়ানকে ফেরান পারনেল। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন মোহাম্মদ নওয়াজ ও ইফতেখার আহমেদ। নওয়াজ ২৮ রানে ফিরলেও ইফতেখার পান অর্ধশতকের দেখা। পরে সাদাব খানের ২২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের লড়াকু স্কোর দাঁড় করায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। কুইন্টন ডি কককে ফেরান রানের খাতা খোলার আগেই। বেশিক্ষণ টিকতে পারেননি রাইলি রুশোও। ব্যক্তিগত ৭ রানে আফ্রিদির দ্বিতীয় শিকার হন তিনি। পরে বাভুমা আর মার্করাম ভালো জবাব দিতে থাকেন পাকিস্তানের বলারদের। তবে দলীয় ৬৫ রানে সাদাব খানের বলে ৩৬ রান করে ফেরেন বাভুমা। একই ওভারে এইডেন মার্করাম ফেরেন ১৪ বলে ২০ রান করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply