বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

|

গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পায়ে গুলি লেগেছে বলে জানানো হয়েছে দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে। তবে আপাতত বিপদমুক্ত তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজরুম পোস্টের একটি প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে একটি খোলা ছাদের গাড়িতে করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ইমরান খান। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার পায়ে এসে বিদ্ধ হয় বলে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। এরপরই ইমরান খানকে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (৪ নভেম্বর) লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। সেখান থেকে মিছিল নিয়ে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের সমর্থকদের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যেই গুলি ছোড়া হয়েছিল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply