উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

|

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন লঙ্ঘন করে আন্তঃ মহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। খবর এএফপির।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এ আহ্বান জানান। তিনি বলেন, এ ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনসহ আমাদের মিত্ররা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, উত্তর কোরিয়ার এ উৎক্ষেপণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সরূপ। নিষেধাজ্ঞার ফলে পিয়ং ইয়ংকে এ ধরনের অস্থিতিশীল এবং বিপদজনক পরীক্ষা চালানোর প্রযুক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে বলেও জানান তিনি। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply