জশ লিটলের হাতে আসরের দ্বিতীয় হ্যাটট্রিক

|

জশ লিটল। ছবি: সংগৃহীত

কার্তিক মেয়াপ্পানের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর দেখলো দ্বিতীয় হ্যাটট্রিক। আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার জশ লিটলের কীর্তিতে ক্রিকেটের সংক্ষিপ্ত আসরের হ্যাটট্রিকম্যানের সংখ্যা দাঁড়ালো ছয়ে।

অ্যাডিলেড ওভালে আজ (৪ নভেম্বর) সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯তম ওভারে হ্যাটট্রিক তুলে নেন জশ লিটল। ম্যাচের ১৯-তম ওভারের দ্বিতীয় বলে কেইন উইলিয়ামসনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ বানান লিটল। ৩৫ বলে ৬১ রানে আউট হন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। তৃতীয় ও চতুর্থ বলে জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে লিটল ফেলেন এলবডিব্লিউয়ের ফাঁদে। তারা কেউ রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেওয়া লিটলই নিউজিল্যান্ডের ইনিংসে আয়ারল্যান্ডের সেরা বোলার।

ছবি: সংগৃহীত

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন লিটল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৪০তম হ্যাটট্রিক। এর আগে, চলতি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্পিনার কার্তিক মেয়াপ্পান।

এর আগে, ২০০৭ সালের আসরে ব্রেট লী করেছিলেন প্রথম হ্যাটট্রিক। সেটা এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে। এরপর হ্যাটট্রিকের তিনটি কীর্তিই আসে গত বছরের আসরে। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।

আরও পড়ুন: ১৮৬ রানের টার্গেটে ভালো সূচনা পেয়েছে আয়ারল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply