দুবাইয়ে এয়ার ট্যাক্সি সার্ভিস!

|

A handout image provided by United Arab Emirates News Agency (WAM) on September 25, 2017 shows Sheikh Hamdan bin Mohammed bin Rashid al-Maktoum (C), Crown Prince of Dubai, sitting in a prototype two-seater air taxi during a "concept" flight in Dubai. Dubai has edged closer to its goal of launching a pioneering hover-taxi service, as a prototype two-seater driverless aircraft, supplied by Germany-based Volocopter, flew on a "concept" flight without passengers on September 25, 2017. / AFP PHOTO / WAM / Handout / === RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / WAM" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ===

গাড়ির যেন পাখা গজিয়েছে। ইচ্ছামতো উড়ে যাচ্ছে আকাশ দিয়ে।

এতোদিন যা সায়েন্স ফিকশন সিনেমাতেই বন্দি ছিলো, তা এখন ধরা দেবে বাস্তবে। খুব শিগগিরই দুবাইয়ে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি সার্ভিস। সোমবার এটির পরীক্ষামূলক উদ্বোধন করেন আরব আমিরাতের যুবরাজ শেখ হামদান।

দেখতে ছোটখাটো হেলিকপ্টারের মতো এই যানবাহনের নাম ভলোকপ্টার। হেলিকপ্টারের যেখানে একটি পাখা, সেখানে এই অভিনব যানটি চলবে বৃত্তাকারে সাজানো ১৮টি পাখা নিয়ে।

২০১৩ সালে উদ্ভাবনের পর গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই ভলোকপ্টার। দুজন যাত্রীকে নিয়ে এটি নির্ধারিত গন্তব্যে যেতে পারবে অটোপাইলট প্রযুক্তির মাধ্যমে। টানা উড়তে পারবে ৩০ মিনিট; আর সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। দুর্ঘটনার এড়াতে যাত্রীদের জন্য প্যারাস্যুটের ব্যবস্থাও আছে।

গত জুনেই এটিকে এয়ার ট্যাক্সি হিসেবে চালানোর পরিকল্পনা নেয় দুবাই কর্তৃপক্ষ। নাম দেয়া হয় অটোনমাস এয়ার ট্যাক্সি বা এএটি। তবে এখনই এটার সুফল পাচ্ছে না দুবাইবাসী। ৫ বছর পরীক্ষামূলক পর্যায়ে থাকবে এই এয়ার ট্যাক্সি। কর্তৃপক্ষ আশা করছে, ২০৩০ সাল নাগাদ দুবাইয়ের অন্তত ২৫ ভাগ মানুষ এয়ার ট্যাক্সিতে করে যাতায়াত করবে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply