বিসিবি থেকে কখনোই কোনো অফিসিয়াল প্রস্তাব পাইনি: বুলবুল

|

সাংবাদিকদের সাথে মত বিনিময়রত বাংলাদেশের ১ম টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

দেশের ক্রিকেটে কাজ করার জন্য কখনোই কোনো প্রস্তাব পাননি- বলে দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ১ম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, খারাপ করলেই ক্রিকেটার বা কোচ বাদ দেয়ার প্রথা থেকে সরে আসতে। বিসিবিতে জবাবদিহিতা থাকা দরকার বলে মন্তব্য করেছেন আইসিসির এ ডেভলপমেন্ট ম্যানেজার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সর্বোচ্চ দুই ম্যাচ জিতেছে প্রথমবারের মতো। সেরা সাফল্যের সাথে ভারতের মতো পরাশক্তির বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার মত ম্যাচের অভিজ্ঞতাও আছে এখন টাইগারদের ঝুলিতে। তবে ভালো প্রস্তুতি পেলে এই দল আরও ভালো করতো- বলে মত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের।

এই ভালো করতে না করার পেছনে সব ডিপার্টমেন্টের জবাবদিহিতা থাকা উচিত বলে করেন আইসিসির এ ডেভলপমেন্ট ম্যানেজার।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমি এটা আগেও বলেছি যে আমরা সবসময় সহজ কিছু কাজ করি। আমরা কোচকে বাদ দেই বা একজন প্লেয়ারকে বাদ দেই। কিন্তু আমরা কখনও চিন্তা করি না যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরও জবাবদিহিতা থাকা উচিত। জবাবদিহিতা বা পারফরমেন্স অ্যানালাইসিস যদি না করি তাহলে কিন্তু আমরা সব জায়গায় ইমপ্রুভ করতে পারবো না। এজন্য সবারই জবাবদিহিতা থাকা উচিত। এসব ব্যাপার মাথায় রেখেই এই জায়গাগুলোয় লোক নিয়োগ করা উচিত।

বরাবরের মতো বুলবুল আরও একবার মনে করিয়ে দিলেন বাংলাদেশের হয়ে কাজ করতে চান তিনি। আরও স্মরণ করালেন এখনো পর্যন্ত বিসিবি থেকে কোনো প্রস্তাব পাননি।

বুলবুল বলেন, আমি ২০০১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ি। তারপর থেকে আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসিতে কাজ করছি। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কখনই কোনো অফিসিয়াল প্রস্তাব পাইনি। কোনো অ্যাডভার্টাইজমেন্টে আমি নিজেও কখনও অ্যাপ্লাই করিনি। এর প্রথম কারণ, আমি একটা চাকরি অলরেডিই করি। আমাকে অফার করা হয়েছিল বিপিএলে; এটা প্রত্যেক বছরই পাই। এছাড়া ঢাকা প্রিমিয়ার লীগের দলগুলো থেকেও অফার পাই। কিন্তু, বিসিবির কোনো অফার কখনই পাইনি; এটা আমি অফিসিয়ালই বলছি।

এক্ষেত্রে অকপটে নিজের আগ্রহ প্রকাশ করে সাবেক এ অধিনায়ক বলেন, দেখুন ক্রিকেট আমার প্রোফেশন। আমার ভূমিকা সবসময় যে মাঠে কোচিং তা কিন্তু নয়। আমি আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, কোচ ট্রেনিং এডুকেশন লিড করছি, হাই-পারফরমেন্স করছি। বাংলাদেশের ক্রিকেটে এর সবগুলোই দরকার হয়। ব্যাপারটা এমন নয় যে আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে হবে; দেশের ক্রিকেটের উন্নয়নে মানানসই যে কোনো পোস্টে যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আমার দেশকে সার্ভিস দিতে।

প্রসঙ্গত, ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ১ম টেস্টে দেশের হয়ে টেস্ট অভিষেক হইয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের। ওই টেস্টে বাংলাদেশের হয়ে ১ম টেস্ট সেঞ্চুরিও করেছিলেন তিনি। ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের ‘নতুনদের সু্যোগ দেবার নীতি’র শিকার হয়ে ফর্মে থাকা অবস্থায়ই দল থেকে বাদ পড়েন বুলবুল। এবং পরে অভিমানবশত অবসর নেন জাতীয় দল থেকে।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply