প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রকে মারধর করা হয়েছে। আহতরা কোটা সংস্কার আন্দোলনে জড়িত বলে দাবি সহপাঠীদের। সকালে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, প্রশাসনিক ভবন এলাকায় দিয়ে যাওয়ার সময় পাঁচ ছাত্রের গতি রোধ করে ছাত্রলীগ কর্মীরা। পরে তাদের সিনেট ভবন এলাকায় নেয়া হয়। সেখানে দুই ছাত্রকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। তাদের মধ্যে আরবী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ জসিম উদ্দিন বিজয়কে উদ্ধার করেন প্রক্টর।
ছাত্রলীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপে জড়িত বিজয়কে মারধর করেছে সংগঠনের কর্মীরা। পরে তাকে পুলিশে দেয়া হয়েছে।
Leave a reply