শাহজালাল বিমানবন্দরের পার্কিং থেকে ১ কেজি সোনাসহ যুবক আটক

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে এক কেজি সোনাসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে পুলিশ। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃতের কাছ থেকে ৬টি গোল্ডবার, ২৯৬ গ্রাম স্বর্ণালংকার, ৩টি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব জিনিসের আনুমানিক বাজার মূল্য ৭১ লাখ ৬০ হাজার টাকা। আটকের সময় তার কাছ থেকে কোনো এয়ার টিকিট বা ফ্লাই করার কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তিনি কোনো যাত্রীর কাছ থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপ সংগ্রহ করে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আটককৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply