গাইবান্ধায় ৫১ কেন্দ্রের তদন্ত শেষ, বাকি ৯৪টির পর ব্যবস্থা: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

গাইবান্ধায় এখন পর্যন্ত ৫১ কেন্দ্রের তদন্ত করেছে ইসি, বাকি ৯৪ কেন্দ্রের তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবন থেকে সিসিটিভির মাধ্যমে ফরিদপুর উপনির্বাচন পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, কমিশন প্রথমে বন্ধ ৫১ কেন্দ্রের ভোট পর্যালোচনা করেন। তবে এখন ইসি মনে করে, অন্যান্য ৯৪ কেন্দ্রের সিসি ক্যামেরা পর্যালোচনা করা দরকার। সকল তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গাইবান্ধা ৪ আসনের উপনির্বাচনে গঠিত কমিটি নির্বাচনে জড়িত ৮ শোর বেশি কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করে। তদন্ত শেষে নির্বাচন কমিশনে রিপোর্টও দিয়েছেন তারা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply