‘সংবিধানে রাষ্ট্রধর্ম বাদ ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে অপেক্ষা করতে হবে’

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

সংবিধানে রাষ্ট্রধর্ম বাদ দিতে ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠানো হবে। যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। আর যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবেন।

এছাড়াও, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের সাজা বাড়ানোর আবেদনের বিষয়টি উচ্চ আদালতেই রায়েই দেখা যাবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

আরও পড়ুন: বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, ডিসেম্বরে আর দেয়া হবে না: কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply