আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

|

ফাইল ছবি।

সারা দেশে আজ রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বেলা ১১টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমেই শুরু হবে এই পরীক্ষা। সকাল ১০টায় রাজধানীর সরকারি বেগম বদরুন্নেছা মহিলা কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন এবং ছাত্র আছে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন। মোট ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক। সবশেষে আগামী ২২ ডিসেম্বর শেষ হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply