পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের কারণে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বালিয়াডাঙ্গা গ্রামে সমস্যা ধারণ করেছে প্রকট আকার। পানির জন্য নলকূপের গভীরতা বাড়িয়ে আরও ঝুঁকির মুখে পরিবেশ। ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত আয়রন জেনেও যুগের পর যুগ তা পান ও দৈনন্দিন কাজে ব্যবহার করছে মানুষ।
গ্রামের পানিতে অতি মাত্রায় আয়রনের উপস্থিতির কারণে বিশেষ প্রকল্প গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। তারপরও সমস্যা মেটেনি। তাই বাধ্য হয়ে অতিরিক্ত খনিজ আয়রনযুক্ত পানি পান করছে স্থানীয়রা। দীর্ঘদিনেও এ অবস্থা থেকে মিলছে না মুক্তি।
নদী তীরবর্তী এলাকা অথচ ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে নিরাপদ পানি। স্বাস্থ্য ঝুঁকি জেনেও দৈনন্দিন কাজে আয়রনযুক্ত পানি ব্যবহার করছে স্থানীয়রা। এ অবস্থায় ভূগর্ভস্থ পানির চাপ কমানোর উপর জোর দিচ্ছে জনস্বাস্থ্য দফতর।
ভূগর্ভে অতিরিক্ত পানি উত্তোলন দিন দিন সংকটের মধ্যে ফেলেছে এই জনপদের মানুষকে। তাই এখন থেকে জলের ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
এটিএম/
Leave a reply