পাওলো দিবালার পেশির চোট নিয়ে প্রথম কথা বলেছিলেন রোমা কোচ হোসে মরিনহো। এই মৌসুমেই আর মাঠে ফিরতে পারবে না রোমার এই আর্জেন্টাইন ফুটবলার, এমন কথা বলেছিলেন ‘স্পেশাল ওয়ান’। এবার আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর দিলেন তিনি। বলেছেন, ইনজুরি থেকে ঠিকঠাকভাবে সেরে উঠলে আগামী রোববার (১৩ নভেম্বর) তুরিনোর বিপক্ষে ম্যাচেই দিবালাকে মাঠে দেখা যেতে পারে।
স্টাডিও অলিম্পিকোতে ল্যাজিওর বিপক্ষে ০-১ গোলে হারের পর রোমা কোচ মরিনহো প্রেস কনফারেন্সে বলেছেন দিবালার অনুপস্থিতির কথা। তিনি বলেন, সবাই বলছে মিলিনকোভিচ সাভিচ ও সিরো ইম্মোবিলেকে ছাড়াও কীভাবে রোমাকে হারালো ল্যাজিও। কিন্তু দিবালাকে ছাড়া আমদের খেলতে হচ্ছে, সেটা বলছে না। সে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। দিবালা এমন এক খেলোয়াড় যে গোল করে ও করিয়ে আমাদের সাহায্য করে। এরকম খেলোয়াড়কে না পাওয়া গেলে ভুগতে হবেই।
লিগে ৫ গোল নিয়ে এ মৌসুমে রোমার সর্বোচ্চ গোলদাতা পাওলো দিবালা। গত ৯ অক্টোবর থেকে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন এই প্লে মেকার। তবে তাকে শীঘ্রই মাঠে পাবার ব্যাপারে আশাবাদী মরিনহো। তিনি বলেন, অবশ্যই সে বিশ্বকাপ খেলতে চায়। এ ব্যাপারে না বলাটা খুব কষ্টকর। চোট থেকে সেরে ওঠার গতি যদি অব্যাহত রাখতে পারে দিবালা, তবে আশা করি আগামী রোববার তুরিনের বিপক্ষে ম্যাচেই তাকে মাঠে পাওয়া যাবে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই কি ছিটকে গেলেন কৌতিনহো!
/এম ই
Leave a reply