ইউরোপার রাউন্ড অব সিক্সটিনের প্লে-অফে মুখোমুখি বার্সা-ম্যানইউ

|

কাতালানদের সময়টা যেনো ভালোই যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে বার্সার জায়গা হয় ইউরোপা লিগে। যেখানে প্লে অফে খেলে সুযোগ করে নেবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। প্লে-অফের ১৬ দলের মধ্যে তাদের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

ইউরোপা লিগের গ্রুপ পর্ব শেষে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেয় রাউন্ড অব সিক্সটিনে। আর ২য় ৮টি দলকে প্লে-অফ খেলতে হয় চ্যাম্পিয়ন্স লিগের প্রতি গ্রুপ থেকে ৩য় হওয়া ৮ দলের সাথে। ইউরোপা লিগের ‘ই’ গ্রুপে রিয়াল সোসিয়াদাদের সমান পয়েন্ট নিয়ে মাত্র এক গোলে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু তাই বলে রাউন্ড অব সিক্সটিনেই সবচেয়ে বড় প্রতিপক্ষের সাথে লড়াই।

রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয়া এই প্লে-অফের ১ম লেগ হবে ১৬ ফেব্রুয়ারি আর ২য় লেগ ২৩ ফেব্রুয়ারি। এই প্লে-অফের বিজয়ী ৮ দলের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ৮ দল লড়বে কোয়ার্টার ফাইনালে উঠতে।

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালের আগেই মুখোমুখি পিএসজি-বায়ার্ন, রিয়াল-লিভারপুল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply