‘খালেদা জিয়ার সব জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার’

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকার আদালতকে নিজের ইচ্ছামত পরিচালনা করছে।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি এখন আরো ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের ঠেকিয়ে রাখতে সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রিজভী।

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ২০০৬ সালের লগি বৈঠার পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ছাত্র নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনেও সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হৃদরোগের চিকিৎসা নিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সাংবাদিকদের জানান রিজভী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply