ইউক্রেনে গুরুত্বপূর্ণ ৫ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তের ঘোষণা

|

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ। ছবি: সংগৃহীত

জরুরি পরিস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার। কৌশলগত গুরুত্বপূর্ণ ৫টি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সামরিক বাহিনীর প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

সোমবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ জানান, আপাতত রাষ্ট্রায়ত্ত করা হবে কৌশলগত গুরুত্বপূর্ণ ৫টি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে একটি ইঞ্জিন প্রস্তুতকারক ও চারটি জ্বালানি বিষয়ক কোম্পানি। অস্ত্রসহ সামরিক যন্ত্রপাতি তৈরি ও জ্বালানি সরবরাহে কাজ করে এসব প্রতিষ্ঠান। এগুলোর পরিচালনায় রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন ধনী ব্যবসায়ী।

ওলেকসি রেজনিকোভ বলেন, যুদ্ধকালীন বিশেষ আইনের আওতায় কোম্পানিগুলোর সিংহভাগ শেয়ারের অধিকারী হবে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চলবে উৎপাদন ও কার্যক্রম।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পরপরই মার্শাল ল’ জারি হয় ইউক্রেনে।

আরও পড়ুন: পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে কিয়েভ, আতঙ্কে ইউক্রেনের রাজধানী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply