বগুড়ায় মাইক্রোবাস চালক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় মাইক্রোবাস চালক নুরুল হক হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর নাসিমুল বারী জানান, ২০১৫ সালের জুলাই মাসে ৯ আসামি শাহীন, ইলিয়াস, শাহাজুদ্দিন, নজরুল, রাসেল, আমির, জালাল, রোকেয়া ও শাহিনুর বগুড়া-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। এ সময় তারা গাড়ির চালক সুনামগঞ্জের বাসিন্দা নুরুল হককে হত্যা করে বস্তায় ভরে শেরপুর উপজেলার মির্জাপুরে ফেলে যায়। হত্যাকাণ্ডের পর ৩ বছর নুরুলের পরিচয় অজ্ঞাত ছিল। এরপর পুলিশ তার পরিচয় উদঘাটনের পর এই মামলার চার্জশিট দেয় আদালতে।

তিনি বলেন, বিচার কাজ শেষে মামলার রায়ে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় পলাশ, রোকেয়া ও শাহিনুর ছাড়া বাকি ৬ আসামি আদালতে হাজির ছিলেন।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply