রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাতের জ্যোতির্বিদরা

|

ছবি: সংগৃহীত

রমজান আসতে চার মাসেরও বেশি সময় বাকি এখনো। ইসলামী জ্যোতির্বিদরা বলছেন, ২০২৩ সালে সিয়াম সাধনার মাসটি শুরু হতে পারে ২৩ মার্চ বৃহস্পতিবার। আর ঈদুল ফিতর ২১ এপ্রিল শুক্রবার হতে পারে।

গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যদিও পবিত্র রমজান মাস ও ঈদের সুনির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। চাঁদ দেখার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ।

আরব আমিরাতের জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী, পবিত্র রমজান মাস আগামী বছরের ২৩ মার্চ বৃহস্পতিবার শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের (এইউএএসএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, সাওমের সময় সর্বোচ্চ ১৪ ঘণ্টা হবে এবং শুরুর দিন থেকে ক্রমে ক্রমে শেষদিন পর্যন্ত প্রায় ৪০ মিনিট সময় বাড়বে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply