জলবায়ু পরিবর্তন ঠেকাতে উন্নত দেশগুলোর ব্যর্থতা আর বিশ্বনেতাদের সতর্ক করতে ডাইনোসরের সাজে ভিন্নধর্মী এক প্রতিবাদ হয়েছে মিসরে।
জানা গেছে, মিশরের ঐতিহাসিক গিজা পিরামিডের সামনে একটি রোবট ডাইনোসর নিয়ে হাজির হন প্রতিবাদকারীরা।
এ সময় ফ্র্যাঙ্কি নামের একটি ডাইনোসরের মাধ্যমে প্রদর্শিত হয় বিভিন্ন প্ল্যাকার্ড। যাতে উল্লেখ করা হয়, পরিবেশকে বাঁচাতে শারম আল শেখে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর নেতাদের এখনই সতর্ক হওয়া উচিত। এর ব্যাত্যয় হলে ডাইনোসের মতোই বিলুপ্ত হয়ে পুরো মানবজাতি। সভ্যতা রক্ষায় কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয়।
/এসএইচ
Leave a reply