শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হয়। খবর সিএনএনের।
জানা গেছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫ এবং সিনেটের ৩৪ আসনের জন্য চলছে এ ভোটের লড়াই। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রায় ১৬ কোটি ৮০ লাখের বেশি মানুষ প্রয়োগ করবেন ভোটাধিকার। এরইমধ্যে অনেকে আগাম ভোট দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, এবারের নির্বাচনে প্রায় ৪ কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন।
প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ২১৮। বর্তমানে ডেমোক্রেটদের দখলে ২২২ আর রিপাবলিকানদের ২১৩। আর সিনেটে সমান সংখ্যক আসন রিপাবলিকান এবং ডেমোক্রেটদের।
জনমত জরিপ বলছে, এবারের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে রিপাবলিকান শিবির। রিপাবলিকান পার্টি জয় পেলে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারাবে ক্ষমতাসীন ডেমোক্রেটরা।
/এসএইচ
Leave a reply