চতুর্থ শিল্প বিপ্লবকে ‘মানবিক’ করার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

|

চতুর্থ শিল্প বিপ্লবকে ‘মানবিক’ করার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বললেন, মানুষকে আস্থা নিয়েই এই বিপ্লবে শরিক হতে পারে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে টেলিযোগাযোগ খাতের সংগঠন টিআরএনবি ও রবি আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি। তাতে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ফাইভ-জি সেবা থেকে সুফল পেতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দফতর যাতে নিজেদের ফাইভ-জি উপযোগী করে গড়ে তোলে, সেজন্য তৎপরতা বাড়াতে হবে।

সেমিনারে জানানো হয়, চারটি অপারেটর কোম্পানি ফাইভ-জি ট্রায়াল সম্পন্ন করেছে। এখন বাণিজ্যিক সেবা চালুর প্রস্তুতি চলছে। অপারেটর কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সুরক্ষার জন্যে নীতি সহায়তার দাবি জানান। বিটিআরসি ইতোমেধ্যে তরঙ্গ নিলাম করেছে। ইনফোটেইনমেন্ট, স্মার্ট সিটি, কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে, ফাইভ-জি সেবা বড় সম্ভাবনা তৈরি করবে।

আলোচকরা বলেন, ফাইভ-জি মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তি। শুধু ইন্টারনেট ও ভয়েস কলের মতো প্রথাগত সেবায় সীমাবদ্ধ থাকবে না এ সেবা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply