লেভানডোর লাল কার্ড দেখার ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারালো বার্সা

|

স্প্যানিশ লিগে লেভানডোভস্কির লাল কার্ড দেখার ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে টেবিলের শীর্ষ স্থান আরও সুসংহত করলো কাতালান জায়ান্টরা।

বিশ্বকাপরে আগে নিজেদের শেষ লিগ ম্যাচে ওসাসুনার আতিথ্য নেয় বার্সেলোনা। নাটকীয়তায় ভরপুর এই ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ৬ মিনিটে কর্নার থেকে গোল করে ওসাসুনাকে এগিয়ে দেন ডেভিড গার্সিয়া। ৩১ মিনিটে লেভানডোভস্কি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সমতায় ফিরতে মরিয়া বার্সা ১০ জনের দলে পরিণত হয়।

প্রথমার্ধের ইনজুরি সময়ে জর্ডি আলবার ক্রস থেকে গোল করেন বার্সা উইঙ্গার ফারান তোরেস। কিন্তু অফ সাইডে বাতিল হয় সেই গোল। বিরতির পরই খেলায় ফেরে বার্সা। ৪৮ মিনিটে স্কোর শিটে নাম তোলেন পেড্রি।

জয়ের জন্য মরিয়া বার্সার কোচ জাভি ডেম্বেলেকে বসিয়ে মাঠে নামান রাফিনিয়াকে। কৌশল কাজে দেয়। মাঝ মাঠ থেকে ডিয়ংয়ের অনবদ্য ক্রস মাথা ছুঁয়ে সমান দক্ষতায় গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান। এই জয়ে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুসংহত করেছে বার্সা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply