অল্পের জন্য রক্ষা পেলো ১৬ শিশুর প্রাণ

|

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস।

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরেছে ১৬ জন ক্ষুদে শিক্ষার্থী। রেললাইনের ধারেই তাদের বহনকারী মাইক্রোবাসটি দাঁড় করানো ছিল। এ সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে ওই মাইক্রোবাসের। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর হাজিমোড়ে এলাকায় এই ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা শিশু শিক্ষার্থীদের বয়স ৬-৮ বছরের মধ্যে। তারা সবাই শহরের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ঘটনার পর থেকেই পলাতক মাইক্রোবাস চালক।

স্থানীয়রা জানায়, ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় সেটি রেললাইনের ধারেই দাঁড় করিয়ে তেল আনতে যায় গাড়ির চালক। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী কমিউটার ট্রেনটি এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাইক্রোবাসের কিছুটা ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছে আহত কাউকে পাইনি। ছোট শিশু হওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন জানান, ঘটনাস্থল ও মাইক্রোবাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তারা। মাইক্রোবাসটি তাদের হেফাজতে থাকলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি সকালে একই স্থানে একই ট্রেনের সাথে ধাক্কায় ৩ মৎস্যজীবী নিহত হন। এ ঘটনার পর রেললাইনের পাশে রাস্তা না রাখার সুপারিশও করা হয়েছিল। তবে এখনও বিপজ্জনকভাবেই রেলের পাশ দিয়ে বিভিন্ন যানবহন চলাচল করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply