‘পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা ছিল, যাতে পরের ব্যাটাররা চাপমুক্ত হয়ে খেলতে পারে’

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে পাকিস্তান। এই পারফরমেন্সের পর বোলার ও সমর্থকদের কৃতিত্ব দেয়া পাশাপাশি পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, তাদের পরিকল্পনা ছিল ব্যাটিংয়ে শুরুর ৬ ওভার কাজে লাগানো। যাতে পরে যারা ব্যাট করতে আসবে সবাই চাপমুক্ত হয়ে খেলতে পারে।

বাবর আজম বলেন, যেভাবে শেষ তিন ম্যাচে খেলোয়াড়রা পারফর্ম করেছে, তা সত্যিই দারুণ। সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের জন্যই মনে হচ্ছে, আমরা ঘরের মাঠেই খেলছি।

বোলারদের কৃতিত্ব দিয়ে বাবর বলেন, বোলাররা প্রথম ৬ ওভারে চমৎকার সূচনা করেছে। এরপর আক্রমণের জন্য ভালো স্পিন অ্যাটাক ছিল আমাদের। আর, ফাস্ট বোলাররা শেষদিকেও ভালো করেছে।

দলের হার্ড হিটার মোহাম্মদ হারিস সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেন, হারিস বয়সে তরুণ এবং সে অনুযায়ী আগ্রাসী খেলে যাচ্ছে। আমরা এই মুহূর্তটি উপভোগ করবো। সেই সাথে, ফাইনালের দিকেও মনোযোগ আছে আমাদের।

আরও পড়ুন: অবশেষে রানের দেখা পেলেন বাবর-রিজওয়ান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply