ফাইনালে মরক্কোকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবে ক্যামেরুন, ইতোর ভবিষ্যদ্বাণী

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল চলে এসেছে দোরগোড়ায়। এখন সবাই আলোচনা করছে ফেভারিট দল ও খেলোয়াড় নিয়ে। এরই মাঝে সবচেয়ে অবাক করা এক ভবিষ্যদ্বাণী করেছেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। এবারের বিশ্বকাপ ক্যামেরুন জিতবে বলে মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন এই সাবেক তারকা ফুটবলার। শুধু তাই নয়, কাতার বিশ্বকাপের ফাইনাল অল-আফ্রিকান হবে বলেও মন্তব্য করেন তিনি বলেছেন, ফাইনালে মরক্কোকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে ক্যামেরুন। খবর ইএসপিএনের।

স্যামুয়েল ইতো বলেছেন, বিশ্বকাপ জয়ের ক্ষমতা আফ্রিকান দলগুলোর আছে। কিন্তু বিশ্বমঞ্চে তা এখনও দেখাতে পারিনি আমরা। এ সময়ের মধ্যে আফ্রিকান দলগুলোর অভিজ্ঞতা বেড়েছে। আশা করি, এবার কেবল অংশগ্রহণই নয়, আফ্রিকান দলগুলো বিশ্বকাপ জিততেও চাইবে।

স্যামুয়েল ইতো। ছবি: সংগৃহীত

ইতো আরও বলেন, মরক্কোকে হারিয়ে ক্যামেরুন হবে বিশ্বচ্যাম্পিয়ন। আর, চ্যাম্পিয়ন না হতে পারার কোনো কারণই আমি দেখছি না। তাছাড়া, বিশ্বকাপ জয়ের জন্য দানব বা অ্যালিয়েন হওয়ার দরকার নেই। দরকার ভালো প্রস্তুতি, শক্তিশালী মানসিকতা এবং কিছুটা পাগলামি।

কীভাবে ফাইনালে মুখোমুখি হবে মরক্কো এবং ক্যামেরুন, সেই রোড ম্যাপও নিজের মতো করে জানিয়ে দিয়েছেন ইতো। ২০ নভেম্বর থেকে শুরু হয়ে কাতার বিশ্বকাপ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তাই ইতোর ভবিষ্যদ্বাণী মিলিয়ে নিতে এই সময়টুকু অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার চূড়ান্ত দল ঘোষণা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply