রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে জনসম্মুখে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ডিম ছুড়ে মারার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। খবর এনডিটিভির।
বুধবার (৯ নভেম্বর) উত্তর ইংল্যান্ডে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে যোগ দিয়ে জনসাধারণের সাথে কথা বলছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। এরই মধ্যে তাদের লক্ষ্য করে ভিড়ের মধ্যে থেকে একের পর এক ডিম ছুড়ে মারা হয়। কয়েকটি ডিম রাজা চার্লসের খুব কাছেই গিয়ে পড়ে। সাথেই সাথেই ওই এলাকায় হৈ চৈ শুরু হয়। রাজাকে সম্মান দেখিয়ে কেউ কেউ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ‘লং লিভ দ্য কিং’ শ্লোগানও দিতে থাকেন।
এ গোটা ঘটনায় অবশ্য রাজা ও রানি ছিলেন শান্ত। এমন পরিস্থিতিতে তাদেরকে হাসতেও দেখা গেছে। তবে তাদের সাথে থাকা গার্ড ও অন্যান্যদের মধ্যে স্পষ্টতই ফুটে ওঠে চাঞ্চল্য। সাথে সাথেই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।
The way King Charles did not even break a sweat over that man throwing egg is the prize for me.😂😂The Royal family is made of stronger stuff than politicians, thats for sure. There will always be one 🤡, So 😎
pic.twitter.com/aKcbuWYtm4— Canellecitadelle (@Canellelabelle) November 9, 2022
প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত সেপ্টেম্বরে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। তার স্ত্রী ক্যামিলা পান রানির খেতাব। তবে বিভিন্ন সময় রাজা চার্লস ও রানি ক্যামিলাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রিন্সেস ডায়ানার মৃত্যু ইস্যুতে ক্যামিলাকে এখনও রানি হিসেবে মেনে নিতে পারেননি অনেকে। বর্তমানে দুই দিনের সফরে উত্তর ইংল্যান্ডে আছেন রাজা ও রানি। সেখানেই ঘটে এ ঘটনা।
এসজেড/
Leave a reply