জামাতাকে বাদ দিয়ে আলোচনায় অস্ট্রেলিয়ার কোচ

|

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের তুলে ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন খেলোয়াড়রা। এরই মধ্যে কাতারে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বাকিরাও চূড়ান্ত দল ঘোষণা করে কাতারের উদ্দেশে ব্যাগ গুছিয়েছে। চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। সেটি আলাদা করে আলোচনায় এসেছে, কারণ নিজ জামাতাকেই দলে রাখেননি অস্ট্রেলিয়ান কোচ।

মঙ্গলবার(৮ নভেম্বর) ২৭ জনের চূড়ান্ত দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। সেই, ২৭ সদস্যের দলে ঠাঁই হয়নি কোচ গ্রাহাম আর্নোল্ডের মেয়ের জামাই ট্রেন্ট সেইন্সবুরির। অথচ অস্ট্রেলিয়া দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবুরি। দেশের হয়ে ৫৮ ম্যাচে খেলেছেন তিনি।

এ ঘটনায় বিস্মিত ফুটবল বিশ্বের অনেকেই। কেননা, কাতারের ক্লাবেই বর্তমানে খেলছে ট্রেন্ট সেইন্সবুরি। সেখানকার কন্ডিশন, আবহাওয়া, মাঠ সবকিছুই সামনে থেকে দেখা আছে তার।

প্লে-অফে পেরুর সঙ্গে রোমাঞ্চকর লড়াই শেষে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। গ্রুপ ডি-তে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়ার বিপক্ষে লড়াই করতে হবে তাদের। বুধবার(২৩ নভেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply