ইউক্রেনের খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, খেরসন থেকে সৈন্যদের ফেরত আসার জন্য এরই মধ্যে নির্দেশ জারি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত খেরসনই ছিল রাশিয়ার দখল করা একমাত্র আঞ্চলিক রাজধানী।
এই সৈন্য প্রত্যাহারের অর্থ হলো ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে রুশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে। ইউক্রেনীয় বাহিনীর শক্ত প্রতিরোধের মুখেই পিছু হটার এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
এ বিষয়ে রুশ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বলেন, শহরটিতে সামরিক সরবরাহ অব্যাহত রাখা আর সম্ভব হচ্ছিল না। তাই এই পরিস্থিতিতে ডিনিপ্রো নদীর তীর বরাবর একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলাই হবে উপযুক্ত কৌশল।
এদিকে, রাশিয়ার এই ঘোষণা আসার কিছুক্ষণ আগেই গাড়ি দুর্ঘটনায় নিহত হন রুশ কর্মকর্তা কিরিল স্ট্রিমাসভ। তিনি ছিলেন রাশিয়ার নিযুক্ত ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
এসজেড/
Leave a reply