কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার মস্কো ও তেহরানের

|

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে সাক্ষাতকালে নিকোলাই পেত্রোশেভ।

পশ্চিমাদের চাপের মুখে কৌশলগত সম্পর্ক জোরদার করবে রাশিয়া ও ইরান। বুধবার (৯ নভেম্বর) তেহরানে এ অঙ্গীকার করেন দুই দেশের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা।

এ সফরে ইরানের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলি শামখানির সাথে বৈঠক করেন রুশ নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পেত্রোশেভ। অভ্যন্তরীণ ইস্যুতে পশ্চিমাদের নাক গলানোর তীব্র সমালোচনা করেন তারা। বৈঠকে জ্বালানি, পরিবহন, কৃষি, বাণিজ্য ও ব্যাংকিং খাতে দু’দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন শামখানি।

তিনি বলেন, রুশ-ইউক্রেন ইস্যুতে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় সমর্থন জানাচ্ছে ইরান। সংকট সমাধানে তেহরান ভূমিকা রাখতেও প্রস্তুত বলে জানান তিনি।

এদিন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও সাক্ষাৎ করেন রুশ প্রতিনিধি নিকোলাই পেত্রোশেভ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply